Professor's >> Professor Prokason

 
 

 
 
 
873452
জন সাইটটি দেখেছেন
পরিচিতি : প্রফেসরস প্রকাশন
আধুনিক জ্ঞান বিজ্ঞানের বিচিত্র শাখায় ব্যতিক্রমী ও যুগোপযোগী প্রকাশনার সৃষ্টিশীল নাম প্রফেসর’স প্রকাশন। জ্ঞানচর্চার প্রতি শ্রদ্ধা, বহুমুখী শিক্ষার বিস্তার এবং সুশিক্ষিত ও কর্মমুখী জাতি গঠনের উন্নত স্বপ্নের প্রত্যয় নিয়ে প্রফেসর’স প্রকাশন-এর পথচলা। ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি প্রকাশ করে চলেছে একাডেমিক, নন-একাডেমিক ও পেশাভিত্তিক শতভাগ গুণগত মানসম্পন্ন বহুমাত্রিক বই। এ সকল বইয়ের মধ্যে রয়েছে পাঠ্য বই, রেফারেন্স বই, বিসিএস-ব্যাংক-শিক্ষক নিয়োগসহ বিভিন্ন পেশা-উন্নয়নমূলক বই, বাংলা ও ইংরেজি ভাষাচর্চার বই, সাম্প্রতিক বিষয়ের সাধারণ জ্ঞান ও বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক বই। জাতীয় কল্যাণ ও জ্ঞান বিস্তৃতির মহতী লক্ষ্যে একদল মেধাবী ও অভিজ্ঞ লেখক, অধ্যাপক ও তরুণের চিন্তার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে প্রকাশনা প্রতিষ্ঠানটি। দেড় যুগ ধরে আপ-টু-ডেট তথ্যের আলোকে এবং পাঠকের চাহিদার সাথে মিল রেখে নতুন নতুন তথ্যের সংযুক্তি ও সংস্করণের মাধ্যমে প্রতিনিয়তই যেমন বৃদ্ধি পাচ্ছে প্রতিষ্ঠানটির প্রতি পাঠকের আস্থা, তেমনি বৃদ্ধি পাচ্ছে প্রফেসর’স পরিবারের গুণগ্রাহীর সংখ্যা।

প্রফেসর’স প্রকাশন-এর উল্লেখযোগ্য বইয়ের তালিকায় রয়েছে Job Solution, Key to Bank Job, নন-ক্যাডার জব গাইড, English for Competitive Exams, Math Solution, Bankers Recruitement Text, গণিত স্পেশাল, সিলেকটেড মডেল টেস্ট, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক নিয়োগ’সহ বিভিন্ন পর্যায়ের চাকরি বিষয়ক সহায়ক বই। সাধারণ জ্ঞানবিষয়ক বিভিন্ন বইয়ের মধ্যে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যালবাম, তথ্যকোষ ও পাঠক জনপ্রিয়তার শীর্ষে নতুন বিশ্ব । এছাড়াও রয়েছে টেক্স্ট বুক সিরিজ (উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর), ধর্মীয় সিরিজ, English Learning & Practice Series, বিসিএস সিরিজ, ব্যাকরণ-বিরচন-রচনা সিরিজ এবং ক্যারিয়ার ও আত্মউন্নয়নমূলক বইয়ের বিচিত্র সমাহার।